২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নুরুল ইসলাম মোল্যা (৫৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নুরুলকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।আটক নুরুল ইসলাম ফরিদপুর এলাকার মৃত জব্বার মোল্যার ছেলে।
সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ ওই মাদকবিক্রেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে ফরিদপুর জেলা সদরের কেশবনগর এলাকা থেকে নুরুলকে আটক করা হয়।
ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
১৪৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।