
সিলেট সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ঘিরে কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্মেলন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে গোটা ওয়ার্ড।
সভাপতি পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুমন। ব্যক্তিত্ব, যোগ্যতা ও নেতৃত্বের কারণে ভোটারদের বড় অংশই তাকে সভাপতি হিসেবে দেখতে চান। স্থানীয়দের মতে, সুমন সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য ব্যক্তি এবং ওয়ার্ডে তার শক্তিশালী ব্যক্তিগত ইমেজ ও ভোট ব্যাংক রয়েছে। সুখে-দুঃখে কর্মীদের পাশে থাকার কারণে অনেকেই তাকে সভাপতি হিসেবে প্রত্যাশা করছেন। তাদের বিশ্বাস, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হলে সুমন বিপুল ব্যবধানে বিজয়ী হবেন।
সভাপতি পদপ্রার্থী জিয়াউর রহমান সুমন বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই গণতন্ত্রের বিকাশে কাজ করে যাচ্ছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আসন্ন সম্মেলন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়ী হলে তিনি ৩২ নং ওয়ার্ড বিএনপিকে অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করবেন। এজন্য তিনি নেতাকর্মী ও ভোটারদের আন্তরিক সমর্থন ও দোয়া কামনা করেছেন।