
সিলেট সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে চলছে প্রাণচাঞ্চল্য। কে হচ্ছেন পরবর্তী সভাপতি—এ নিয়ে তৃণমূল থেকে শুরু করে পাড়া-মহল্লায় আলোচনার ঝড় উঠেছে। সমর্থন পেতে পদপ্রত্যাশীরা এখন ব্যস্ত সময় পার করছেন মাঠের কর্মীদের সঙ্গে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি পদে একাধিক নেতার নাম আলোচনায় এলেও তৃণমূল পর্যায়ের কর্মীদের আস্থার শীর্ষে রয়েছেন জিয়াউর রহমান সুমন। তিনি সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর প্রার্থী। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ড ও সৎ-স্বচ্ছ রাজনৈতিক অবস্থানের কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়।
স্থানীয়দের দাবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্যের নির্ভিক প্রতীক হিসেবে সুমন দীর্ঘদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করছেন। ফলে ৩২ নং ওয়ার্ড বিএনপির আগামী নেতৃত্বে তার কোনো বিকল্প নেই বলেই তারা মনে করছেন।
তৃণমূল কর্মীরা আশা প্রকাশ করেছেন, আসন্ন সম্মেলনে জিয়াউর রহমান সুমনকে সভাপতি নির্বাচিত করা হলে তা ওয়ার্ডের বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং কর্মীদের প্রত্যাশা পূরণ করবে।