গাজা উপত্যকায় ৩৬ জন এতিম নাতি-নাতনির দেখাশোনা করছেন এক ফিলিস্তিনি দম্পতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজা যুদ্ধে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ১৭ হাজার শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নানি রিদা আলিওয়া বলেন, এই শিশুদের যত্নের প্রয়োজন।
তাদের খাবার, পানি এবং বিশেষ মনোযোগ দরকার। নিজের বয়সের কথা উল্লেখ করে তিনি বলেন,আমি প্রতিদিন ভোর ৩টায় ঘুম থেকে উঠি তাদের গোসল করাতে ও খাওয়ানোর জন্য। এত বয়স হওয়া সত্ত্বেও আমি এই সব করি।
তাদের দাদা হামেদ আলিওয়া জানান, শিশুদের রক্ষা করা এখন আরও কঠিন হয়ে পড়েছে, কারণ যুদ্ধের হুমকি এখনও রয়েছে এবং মৌলিক জিনিসপত্রের চরম অভাব চলছে। তিনি বলেন, আমরা ড্রোনের অবিরাম শব্দের নিচে বাস করি যা আমাদের সারা রাত জাগিয়ে রাখে। আমরা ভয় পাচ্ছি যে যুদ্ধ আবার শুরু হতে পারে।