
রাইজিং ডেস্ক :: খাদিমুল কুরআন পরিষদ সিলেটের আয়োজনে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মহা সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সিলেটের সর্বস্তরের তাওহীদি জনতা, সংগঠনের সদস্যবৃন্দ, প্রশাসন, সাংবাদিক, সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনসহ সার্বিক সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেছেন পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার এক বিবৃতিতে পরিষদের সভাপতি মাওলানা মাশুক উদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ আহমদ জানান, সম্মেলন সফল করার পেছনে আলেম-ওলামা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবকসহ সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
তারা আরও বলেন,এমন সুন্দর, শান্তিপূর্ণ ও সফল আয়োজন প্রমাণ করে সিলেট ইসলামী মূল্যবোধ ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্মেলন সফল করতে শ্রম, সময় ও পরামর্শ দিয়েছেন—সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
ভবিষ্যতেও দ্বীনের খেদমতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন নেতৃবৃন্দ।