
বড়লেখা প্রতিনিধি::মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনকে কেন্দ্র করে বড়লেখা ৯নং সুজানগর ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ৯ ডিসেম্বর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং কল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী’র ভূমিকা তুলে ধরেন। তিনি বড়লেখা-জুড়ি অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়া বক্তব্য রাখেন— এমাদুল ইসলাম,ফয়ছল আহমেদ,সেলিম উদ্দিন ও মুসতাক আহমেদ।
বক্তারা আসন্ন নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
সভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।