মোঃ নিজাম উদ্দিন (সিলেট) প্রতিনিধি; সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বিছানাকান্দি এলাকায় নিষিদ্ধ দানব অবৈধ বোমা মেশিন ধারা পাথর উত্তোলন করা হচ্ছে এলাকার প্রভাবশালী দের নেতৃত্বে বিছানাকান্দি ও বগাইয়া গ্রামে পাথর কোয়ারি হতে পাথর উত্তোলন করা হচ্ছে। অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনে মহোৎসব চলছে আর এলাকার শ্রমিকরা হারাচ্ছে কর্মসংস্থান।
দানব বোমা মেশিনের ধারায় বিনষ্ট করা হচ্ছে ফসলি জমি সহ ঘরবাড়ি পরিবেশ বিনষ্ট করা হচ্ছে।
এলাকার গরিব অসহায় শ্রমিকরা কোন কর্ম করতে পারছেন না শ্রমিকরা কাজ করতে না পারার কারণে অনাহারে দিন যাপন করতে হচ্ছে তাদের। অনেক শ্রমিকের ঘরে ভাত নেই রমজান মাসের দিন রোজা রাখছেন না খেয়ে আর ওইদিকে দানব অবৈধ বোমা মেশিন দিয়ে লোটেপুটে খাচ্ছেন প্রভাবশালী চক্র মহলটি। শ্রমিক দের কর্মসংস্থানের দিক বিবেচনা করে, অবৈধ বোমা মেশিন গুলা বন্ধ করা হোক ।
শ্রমিকরা জানান এই অবৈধ বোমা মেশিনে পাথর উত্তোলনের কারণে আমরা কর্মসংস্থান হারাচ্ছি কর্ম করতে পারছিনা অনাহারে দিন যাপন করতে হচ্ছে আমাদের, অন্য দিগে লাভবান হচ্ছেন প্রভাবশালী স্থানীয় পাথর খেকু চক্রটি ।
সিলেটের সকল পাথরকুয়ারী বন্ধ থাকলেও গোয়ানঘাট উপজেলা ১ নং রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দি অবাধে পাথর উত্তোলন করা হচ্ছে, স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের দখলে চলছে প্রকাশ্যে পাথর উত্তোলন প্রশাসনের নাকের ডগায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে পাথর উত্তোলনে মরিয়া হয়ে উঠেছে , পাথর খেকু চক্রটি পাথর উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি মোটা অংকের টাকা কুচক্র দল, স্থানীয় প্রভাবশালী লোকদের দাপটে কেউ মুখ খুলতে নারাজ। এলাকার গরিব অসহায় লোকজন বয়ে নিরব ভূমিকায় রয়েছেন।
প্রভাবশালীদের হুমকি ধামকি মারধরের ভয়ে কিছু বলতে পারেন না তাই মুখ বুঝে সহ্য করেন যাচ্ছেন, কেউ বাধা বা প্রতিবাদ করলে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়
কোন সংবাদকর্মীকে পাথর উত্তোলনের এলাকায় ঢুকতে দেওয়া হয় না।
এবং এলাকার কেউ স্মার্টফোনে ছবি ধারণ করতে দেওয়া হয়না।
এলাকায় তাদের কড়া নজরদারিতে রয়েছে
পরিবেশ বিনষ্টকারী দের কার্য ক্লাব দ্রুত বন্ধ করার হোক
অবৈধ বোমা মেশিন ধারা পাথর উত্তোলনে বাংলাদেশ সরকার হারাচ্ছে রাজস্ব। আর শ্রমিকরা হারাচ্ছে তাদের কর্মসংস্থান,
এদিকে পাথর কুয়ারি থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। পরিবেশ বিনষ্ট কারীদের আইনগত ব্যবস্থা নেওয়ার দ্রুত প্রয়োজন মনে করেন সচেতন মহল।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মুঠোফোনে ফোন দিলে এবিষয়টি তিনি অবগত আছেন তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন!