raising sylhet
ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

ছাত‌কে ৫ হাজার নারী-পুরুষ নি‌য়ে ইফতার

rising sylhet
rising sylhet
মার্চ ২২, ২০২৪ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ছাত‌কে খ‌্যাতমান ও‌লি হজরত আহসান শাহ রঃ মাজার শরী‌ফে খা‌দেম পীর সানুর শাহ’র উদ্যো‌গে ৫ হাজার নারী-পুরুষ নিয়ে ইফতার ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

গত বৃহস্প‌তিবার উপজেলার দোলারবাজার ইউ‌পির মঈনপুর গ্রা‌মে হজরত আহসান শাহ রঃ মাজারের খা‌দেম পীর সানু শাহ’র সভাপ‌তি‌ত্বে ও মাওলানা মাহবুবুর রহমান নয়ন শাহ’র প‌রিচা‌লনায় অনুষ্ঠিত দোয়া ইফতার মাহ‌ফি‌লে উপস্থিত ছিলেন-ছাতক প্রেস ক্লা‌বের সভাপ‌তি আ‌নোয়ার হো‌সেন র‌নি, ছাতকপাথর বালু উত্তোলন স‌মি‌তির সা‌বেক সাধারন সম্পাদক ‌দি‌লোয়ার হো‌সেন,নুরুল হক, শিক্ষক রেজ্জাদ আহমদ, সাংবা‌দিক খা‌লেদ আহমদ, ফজল উ‌দ্দিন, শানুর মিয়া,লিলু মিয়া,ইসলাম উদ্দিন,আঙ্গুর মিয়া,কামাল আহমদ,রজব আলী প্রমুখ।

মাজার শরী‌ফের সি‌লেট ও সুনামগঞ্জ জেলার বি‌ভিন্ন উপ‌জেলা থে‌কে আগত গরীব,অসহায়, হতদ্ররিতসহ নানা শ্রেনীর মানুষ নি‌য়ে ইফতার ও মিলাদ দোয়া অনু‌ষ্টিত হয়। তার মাজা‌রে শিশু, নারী,পুরুষদের হাজা‌র হাজার মানু‌ষের ঢল নে‌মে‌ছে। মাজার প্রাঙ্গ‌নে এলাকা আল্লাহু জি‌কি‌রে মুখ‌রিত হ‌য়ে উঠে‌ছিল।

ইফতার মাহফিলে মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা ক‌রা হয়।

১৩৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।