ঢাকারবিবার , ১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মধুবন মার্কেটে এস আর শাড়ী এন্ড ড্রেস’র উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেটে এস.আর শাড়ী এন্ড ড্রেস’র উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল (১ জানুয়ারি) রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট মুরব্বী আজমিল আলী’র সভাপতিত্বে এবং এস.আর শাড়ী এন্ড ড্রেস’র সত্ত্বাধিকারী সাব্বির আহমদ ও রাকিব আহমদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলম, মধুবন সুপার মার্কেট মসজিদের ইমাম মাওলানা হালিম আকবর, মোয়াজ্জিন মইনুল ইসলাম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলা মিয়া, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সমাজসেবী লোকমান আহমদ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী রেদওয়ান আহমদ, কাজী দিলাল আহমদ, হারুন মিয়া, শামসুল আলম, চিরঞ্জিত পাল, জিল্লুর রহমান, সাহেদ আহমদ, নাজমুল হোসেন প্রমুখ। এছাড়াও ব্যবসায়ী, সমাজসেবী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে সহজেই স্বাবলম্বী হওয়া সম্ভব। ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের স্বার্থে গ্রাহকদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে গ্রাহক বৃদ্ধির পাশাপাশি ব্যবসায় সফলতা লাভ করা সম্ভব। বক্তারা বলেন, মধুবন মার্কেটের ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করার আহবান জানান।

১২৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।