ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ১৫ বোতল ফেন্সিডিল এবং একশত গ্রাম গাঁজাসহ ৩ জন আসামী আটক

rising sylhet
rising sylhet
মার্চ ১৪, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

দেবহাটা প্রতিনিধিঃঃ দেবহাটায় পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১৫ (পনের) বোতল ফেন্সিডিল এবং ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১জন আসামী মোট ৩ জন আসামী আটক হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৩/০৩/২০২৩ ইং তারিখ, এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার নওয়াপাড়া এলাকা থেকে ১৫ (বোতল) ফেনসিডিলসহ আসামী নওয়াপাড়া গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে কামরুল শেখ (৩৫) কে গ্রেফতার করেন। একই তারিখে এসআই শোভন দাশ ও এএসআই আব্দুর রহিম গাজী সঙ্গীয় ফোর্সসহ গড়িয়াডাঙ্গা এলাকা হইতে ১০০ (একশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আসামী গড়িয়াডাঙ্গা গ্রামের লক্ষী দাসের ছেলে স্বপন দাস (৪০) কে গ্রেফতার করেন। এবিষয়ে দেবহাটা থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু হয়। এছাড়া ইং-১৪/০৩/২৩ তারিখ এসআই শফিকুল ইসলাম সিআর নং-১০৭/১৩ (শ্যামঃ) এর আসামী দেবহাটার আতাপুর গ্রামের সুবিদ আলীর ছেলে আনিছুর রহমানকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-১৪/০৩/২৩ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

১০৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।