 
ওসমানীনগর থেকে চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জে নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ চুরির ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মনগ্রামের রতন দাসের ছেলে নারায়ন দাস (২৬)-এর অটোরিকশাটি (মৌলভীবাজার-থ-১১-৩৮২৪) তাঁর তাজপুর বাজারস্থ ভাড়া বাসার সামনে থেকে গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার সামন থেকে চুরি হয়ে যায়।
এ ঘটনায় ৮ এপ্রিল তিনি ওসামনীনগর থানায় মামলা দায়ের করেন।
পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে নবীগঞ্জ থেকে সেই অটোরিকশাটি উদ্ধার করে। এসময় চুরির সঙ্গে জড়িত আয়না মিয়া (৪৫) নামে একজনকে আটক করে পুলিশ।
আয়না ওসমানীনগর উপজেলার পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                         
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                