রাইজিংসিলেট- সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ির ধাক্কায় এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু।
সিলেট-ঢাকা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬মে) ভোর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট আন্দিউড়া চকবাজার এলাকায়।
স্থানীয় সুত্র জানায়, সিএনজি নিয়ে মাধবপুরে গ্যাস পাম্পে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছিলেন,মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুল ছালেকের ছেলে মোঃ সাচ্চু মিয়া (৩৫)। সিলেট-ঢাকা মহাসড়কের আন্দিউড়া চকবাজার রাস্তা নামক স্থানে আসলে বিপরীত-দিক (সিলেট মুখী) অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় সাচ্চু মিয়া সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া ।