ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো মুশফিক হাসান সুযোগ পেয়েছেন জাতীয় দলে

rising sylhet
rising sylhet
জুন ৯, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো মুশফিক হাসান সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
তরুণ পেসারের সঙ্গে হাত মিলিয়ে সাকিব জানিয়েছেন অভিনন্দন। টেস্ট অধিনায়ক মুশফিককে চেনেন আরও আগে থেকেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দুজনই খেলেছেন মোহামেডানের হয়ে। এই টুর্নামেন্টে ওভার প্রতি ৫.২৬ গড়ে রান দিয়ে ৯ ম্যাচে ১০ উইকেট নেন মুশফিক। তখন কি আলাদা করে সাকিবের সঙ্গে কোনো কথা হয়েছে?

এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে ওভাবে কথা হয়নি। উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক সাহায্য করেছেন। ওরকম ভাবে কথা হয়নি। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিয়েছেন এটা করো, ওটা করো। জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন। ’

জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আলহামদুল্লিলাহ, অনেক ভালো লাগছে। এখানে আজকে ক্যাম্পে যোগ দিলাম। মানে কোনো কিছু মনে হচ্ছে না। অ্যালান ডোনাল্ডের সঙ্গে আগে কাজ করছিলাম। আমাকে স্বাগত জানিয়েছেন। বলেছেন ভালো। ’

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।