মুন্সিগঞ্জের সিরাজদিখানে মিমি চাইনিজবার ফুটবলের ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া মোড় সংলগ্ন একটি ছোট মাঠে রংধনু প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়।
রংধনু সংসদের সার্বিক সহযোগিতায় রংধনু সংসদের সাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম ইজু রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ শিকদার ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. শাহাদাৎ শিকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক সাঈদ শিকদার।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক সাধন দাস, ইছাপুরা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হীরা, রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ৭ নং ওয়ার্ড সদস্য নুরুল হক, রশুনিয়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সামসুন নাহার মিলি, সমাজ সেবক সবুজ শেখ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন, রশুনিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি তপন ঘোষ, সাধারণ সম্পাদক রমজান শেখ বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আসলাম শেখ, যুবলীগ নেতা রনি শেখ প্রমুখ।