বগুড়ার শেরপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪জুন) বিকেলে শহরের স্থানীয় সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে এই খেলা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় খানপুর ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে হারিয়ে গাড়ীদহ ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, গাড়ীদহ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান ও খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, আওয়ামীলীগ নেতা শামীম ইফতেখার শামিম, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি হাবিবর রহমানসহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা টুর্নামেন্টের বিজয়ী গাড়ীদহ ইউনিয়ন পরিষদ একাদশ দলের অধিনায়কের হাতে ট্রপি তুলে দেন। এছাড়া রানার্স আপ দলসহ টুর্নামেন্টের সেরা খেলোয়ারদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।