 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে হৃদয় সরকার (২৩)একজন প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নেমে পড়েছে জীবনযুদ্ধের টিকে থাকার লড়াইয়ে। তার ১ হাত না থাকলেও থেমে নাই তার জিবন, নিজের পেটে একমুঠো অন্য ও পরিবারের হাল ধরতে নিরলসভাবে লেখাপড়া করে যাচ্ছেন হৃদয় সরকার। সে কালীগঞ্জের সাতানীহাল্ল্যা গ্রামের রবিন সরকারের(৫৩) ছেলে। তার পরিবারের অভাব অনোটনের কারণে ঝড়িয়ে পড়তেছে মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিবারের হাল ধরার স্বপ্ন।
এসময় হৃদয় সরকার(২৩) সাথে কথা বললে সে জানান, আমার এক হাত নাই আমি এই হাত দিয়েই সবকাজ করি, আমি এবার অর্নাস ১ম বর্ষের ছাত্র , আমার ১ হাত নাই কেউ আমাকে কাজ দিতে চায় না , আর আমার বাবা বয়স্ক লোক আমারা খুবই অসহায় বলতে পারেন কারণ আমার পরিবারে আমি ছাড়া পরিবারের হাল ধরার মতো কেউ নাই , আমি খুব কষ্টে লেখাপড়া চালাচ্ছি অর্থের অভাব, তবে ডিসি স্যার ইউএনও স্যার উপজেলা চেয়ারম্যান সবার কাছে একটা আর্জি জানাই তারা যদি কোনো সরকারি কোষাগার থেকে আর্থিক সহযোগিতা ও কোথাও একটা চাকুরীর সুযোগ করি দেয় তাহলে আমার পরিবারটা আলোকিত হবে এবং আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।
এলাকাবাসী ও বিদ্যালয় সুত্রে জানা যায় হৃদয় সরকার অত্যন্ত মেধাবী ছাত্র, তার এক হাত নাই তারপরেও সে অনেক ভালো রেজাল্ট করেছিলো, আমরা চাই সরকার তার লেখাপড়ার খরচ বহন করুক নাহলে এই প্রতিবন্ধী ছেলে কে একটা চাকুরী দেখ সরকার সেটা দিয়ে জেনো নিজে চলতে পারে এবং পরিবারের হাল ধরতে পারে।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                