রাইজিংসিলেট- হবিগঞ্জে হাতকড়া পরানো সেই সাংবাদিক জামিনে মুক্ত। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছাত্রলীগ কর্মীর দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আবদুর রাজ্জাক সোমবার দুপুরে হবিগঞ্জের আমলি আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।
জামিন আবেদনের শুনানি শেষে হবিগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জামিন মঞ্জুর করেন। বিবাদীপক্ষের আইনজীবী শফিউল আলম জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ কাগারারের জেলার মাসুদ আহমেদ জানান, সাংবাদিক আবদুর রাজ্জাক গতকাল সোমবার ৬টা ২০ মিনিটে মুক্তি পেয়েছেন।
গত বৃহস্পতিবার ঈদুল আজহার দিন রাতে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কর্মী মহিবুর রহমান চুনারুঘাট থানায় সাংবাদিক আবদুল জাহির মিয়া ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মধ্যরাতে পুলিশ আবদুর রাজ্জাককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে হাতকড়া পরানো অবস্থায় থানার সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়। এ নিয়ে প্রতিবাদ করেন স্থানীয় সাংবাদিকেরা।
ওই মামলা রেকর্ড হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই ঈদের দিন রাতে মামলার বাদী সাংবাদিক আবদুল জাহির মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ছাত্রলীগের কর্মী মহিবুর রহমান। এই মামলায় আরও আসামি করা হয় একই উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবদুর রাজ্জাককে। তিনি দৈনিক খোলা কাগজ পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি।
গত ২৩ জুন দুপুরে চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া মাজারের সামনে সায়েমের নেতৃত্বে সাংবাদিক আবদুল জাহির মিয়ার ওপর হামলা হয়। আহত সাংবাদিক রাতে থানায় অভিযোগ দিতে গেলে আবার তাঁর ওপর হামলা করেন অভিযুক্ত ছাত্রলীগের নেতারা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক আবদুল জাহির ২৫ জুন হবিগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ২৭ জুন মামলাটি থানায় রেকর্ড হয়। মামলার অভিযোগ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি সাতছড়ি বনের গাছ পাচার নিয়ে দৈনিক সিলেট পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম মিয়া সাংবাদিক আবদুল জাহির মিয়ার ওপর ক্ষিপ্ত হন।