ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিপাত থামলেও কমছে না নদ-নদীর পানি

rising sylhet
rising sylhet
জুলাই ৪, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

গত কয়েকদিন ধরে চলছিল টানা বৃষ্টি।বৃষ্টিপাত থামলেও কমছে না নদ-নদীর পানি। কালনী-কুশিয়ারা নদীর পানি এখনও রয়েছে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপরে। যদিও খোয়াইসহ অন্য নদীগুলোর পানি স্থিতিশীল রয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যানুয়ায়ী গত ২৪ ঘন্টায় কালনী কুশিয়ারা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়েছে। যা এর আগের ২৪ ঘন্টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়াও সোমবারের মতো মঙ্গলবারও খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপদসীমার ২১.২০, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১২.৭৫, মাছুলিয়া পয়েন্টে ৯.০৫, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫, মার্কুলি পয়েন্টে ৮.০৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জের আকাশে দেখা মিলেছে রোদের। যে কারণে টানার বৃষ্টির পর সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্থি।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টিপাত কমলেও উজানের পানি নামছে, যে কারণে একটি নদীর পানি বাড়লেও অন্যগুলো স্থিতিশীল রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।