রাইজিংসিলেট- হবিগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে নিহত ১। ট্রাক্টরের ইঞ্জিন উল্টে মো. আল-আমীন (২৮) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আল-আমীন কাচুয়া গ্রামের জহুর হোসেনের ছেলে।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই শ্রমিকের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।