চাপমুক্ত হয়ে ফুটবল খেলতে চান লিওনেল মেসি ।
বিনি বলেন, খেলাটা উপভোগের সময় এখন তার। নতুন অধ্যায়ের সূচনা করতে ইতোমধ্যে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পৌঁছেও গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে এবার ভিন্ন সুর শোনা গেলো কণ্ঠে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানালেন, মেজর লীগ সকারেও পুরনো মেসিকেই দেখা যাবে। প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা বদলাবেন না তিনি।
ক্লাবে মৌসুমি টিকিটধারীদের জন্য এই আয়োজন থাকবে উন্মুক্ত। আগামী ২১শে জুলাই লীগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হতে পারে। এই সবকিছুকে সামনে রেখে মিয়ামির লডারডেলে পরিবারসহ পৌঁছে গেছেন মেসি। মার্কিন মুুলুকে পা রেখে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমরা (ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার) যে সিদ্ধান্ত নিয়েছি, তা নিয়ে আমি খুশি। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমি প্রস্তুত এবং উদগ্রীব হয়ে আছি।
আগামী ১৬ই জুলাই লিওনেল মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন সুপারস্টারকে বরণ করে নিতে জুতসই প্রস্তুতি নিয়েছে এমএলএস ক্লাবটি। মিয়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেসির পরিচয় পর্ব। আর্জেন্টাইন সুপারস্টারকে বরণ করে নেয়ার রাতে স্টেডিয়ামের দর্শকদের জন্য বিনোদনের নানা আয়োজন থাকবে।
খেলার মাঠে ধুঁকছে ইন্টার মিয়ামি। টানা ১০ ম্যাচে কোনো জয় পায়নি ডেভিড বেকহ্যামের ক্লাবটি। দলের জন্য নিজের সেরাটা দিয়ে খেলার প্রতিশ্রুতি জানিয়ে মেসি বলেন, ‘এখানেও আমি বদলাব না। আমার মানসিকতা ও ভাবনা একটুও বদলাবে না। আমি যেমনই হই না কেন, অবশ্যই চেষ্টা করব নিজের জন্য ও ক্লাবের জন্য নিজের সেরাটা দিয়ে খেলতে এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে।