ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

rising sylhet
rising sylhet
জুলাই ২০, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফুটবল জাতীয় দল সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ দেখায় ।দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে জামাল-জিকোদের অসাধারণ পারফরম্যান্সের ছাপ পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
টানা ৫ আসর গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া লাল-সবুজরা এবার সাফে সেমিফাইনাল খেলেছে।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। এরপরই জামাল ভূঁইয়াদের দাপুটে প্রত্যাবর্তন। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষেও বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
আজ র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে দেখা ১৮৯তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট ৮৯২.৪। আগে ৮৮৯.৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৯২তম স্থানে ছিল বাংলাদেশ।

৩-১ গোলে ভুটানকে হারিয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করা রাকিব-মোরসালিনরা শেষ চারে হেরে যায় শক্তিশালী কুয়েতের কাছে। সেমি হারলেও ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত সমানতালে লড়াই করে বাংলাদেশ। ফাইনালিস্ট কুয়েত র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ৪ ধাপ। তাদের অবস্থান এখন ১৩৭। সাফজয়ী ভারত এক ধাপ এগিয়ে ৯৯ স্থানে রয়েছে।
নতুন র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল। এরপর যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল এবং স্পেন রয়েছে সেরা দশে।

১১১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।