রাইজিংসিলেট- স্পেনের বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বার্সেলোনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে এমপুরিয়াব্রাভা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত এ বনভোজনে বার্সেলোনায় বসবাসরত কুলাউড়া উপজেলার প্রবাসীরা এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্থানীয় সময় সকাল ১০টায় বার্সেলোনা থেকে বাসযোগে এমপুরিয়াব্রাভা সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করা হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর পর সবার মাঝে বাঙালিয়ানা খাবার পরিবেশন করা হয়।
কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান জানান, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করার প্রত্যয়ে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে গ্রীষ্মের ছুটিকালীনসময়ে বনভোজনের আয়োজন করা হয়; যে আয়োজনে সংগঠনের সবাই পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আনন্দঘন পরিবেশে সমুদ্রে স্নান, একে অপরের সঙ্গে নানা আলাপন-আড্ডায় মেতে ওঠেন বনভোজনে অংশগ্রহণকারী সবাই।