ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি থেকে চোরাচালানের ১৫ বস্তা চিনি ও টায়ার উদ্ধার করেছে কানাইঘাট পুলিশ

rising sylhet
rising sylhet
আগস্ট ২৭, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

বাড়ি থেকে ভারতীয় চোরাচালানের ১৫ বস্তা চিনি ও টায়ার উদ্ধার করেছে কানাইঘাট পুলিশ ।

কানাইঘাট থানার পুলিশের দুটি সাহসীক অভিযানে ভারতীয় চিনি, টায়ার ও গরু আটক। রবিবার বিকালে কানাইঘাট থানা পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালিয়ে ১৫ বস্তা ভারতীয় চিনি, ৪৪ টি গাড়ির টায়ারসহ আটক করেছে উপজেলার পৌরসভার উত্তর দলইমাটি গ্রামের বাসিন্দা পৌর আওয়ামী লীগের সভাপতি কে.এইচ আব্দুল্লাহ’র ভাই জাকারিয়া আহমদকে। এ অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই সোহেল মাহমুদ। অপর আরেকটি অভিযানে ভারতী গরুসহ ৪টি ডিআই ট্রাক আটক করেন থানার এসআই পিযুষ ও এসআই মিজান। জাকারিয়াকে ভারতীয় চোরাচালানের ১৫ বস্তা চিনি ও ভারত থেকে চোরাই পথে নিয়া আসা ৪৪ টি টায়ার সহ আটক করে থানায় গেলে থানা থেকে তাকে ছাড়িয়ে নিেেত ভিড় করেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় তারা আটক কৃত মালামালসহ জাকারিয়াকে ছেড়ে দিতে পুলিশের উপর চাপ প্রয়োগ করেন। অভিযোগ আছে আব্দুল্লাহর ভাই জাকারিয়া ভাইয়ের প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন থেকে ভারতীয় চোরাচালান ব্যবসায় নেতৃত্ব দিয়ে আসছিলেন। আজ পুলিশ তাকে ভারতীয় চোরাইমালসহ আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর বলেন, তিনি এমপির সাথে এলাকায় কয়েকটি অনুষ্ঠানে আছেন। থানায় গিয়ে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। কাউকে ছাড় দেওয়া হবেনা। এসপি ও ডিআইজি নির্দেশে বিষয়টি সিলেট পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও ডিআইজি শাহ শফি মিজানুর রহমানকে অবহিত করা হয়েছে।

কানাইঘাট পৌরসভার উত্তর দলইমাটি গ্রামের বাসিন্দা পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচ আব্দুল্লাহ’র ভাই জাকারিয়ার বাড়ি থেকে ভারতীয় চোরাচালানের ১৫ বস্তা চিনি ও ভারত থেকে চোরাই পথে নিয়া আসা ৩০/৪০ টি টায়ার উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। সাথে ভারতীয় দুই ট্রাক গরুও আটক করা হয়েছে। অভিযোগ আছে জাকারিয়া তার ভাইয়ে প্রভাব দেখিয়ে ভারতীয় চোরাচালান ব্যবসায় নেতৃত্ব দিয়ে আসছিলো। শেষ খবর হলো স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ মালগুলো ছাড়িয়ে নেওয়া ও চোরাকারবারি জাকারিয়াকে রক্ষার চেষ্টায় করছেন । তবে ওসি বলছেন তিনি এমপির সাথে অনুষ্ঠানে আছেন, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।