লন্ডনে ব্যাপক আয়োজনে বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করেছে স্থানীয় বাংলাদেশী কমিউনিটি। জোরপূর্বক তুলে নেওয়ার পর গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে গত বুধবার (৩০) আগষ্ট মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউমিনিটির উদ্যোগে এবং যুক্তরাজ্যে কর্মরত ২০টি মানবাধিকার সংগঠনের আয়োজনে বৃটিশ পার্লামেন্ট স্কয়ারে মানববন্ধন ও বিক্ষোভে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার ভিন্নমতের রাজনৈতিক নেতা ও কর্মীদের গুম করতে আয়নাঘর নামক অঘোষিত বিশেষ কারাগার তৈরি করেছে। বিভিন্ন কালো আইনের মাধ্যমে ভিন্নমতের লোক ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নিপীড়নের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে গুম করছে। এসব গুমের ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ থেকে আহ্বান জানানো হলেও শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার সেটা অগ্রাহ্য করে গুম-খুন অব্যাহত রেখেছে। অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, প্রতিটি গুমের ঘটনা ভবিষ্যতে একদিন তদন্ত হবে এবং জড়িত প্রতিটি ব্যক্তিকে আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে হবে।
আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমানের সভাপতিত্বে এবং সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও সিটিজেন রাইটস মুভমেন্টের আহ্বায়ক এম এ মালিক, প্রবীণ শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোর্শেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রফেসর আবদুল কাদির সালেহ, কমিউনিটি ব্যক্তিত্ব মুফতি শাহ মুহাম্মদ সদর উদ্দিন, ডেমোক্রেটিক মুভমেন্ট ইউকের আহবায়ক আশিকুর রহমান আশিক,
মানবাধিকার কর্মী ও সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জাকির হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ব্যারিস্টার তারিক বিন আজিজ, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস-এর সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসাইন, সেক্রেটারি ব্যারিস্টার আলিমুল হক লিটন, মেজর অব সৈয়দ সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মোমিন, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, সহ সভাপতি আলী হোসাইন, সাবেক সভাপতি শামীমুল হক, পিস ফর বাংলাদেশের সভাপতিমো: ডলার বিশ্বাস, সেন্টার ফর দ্যা ডেমোক্রেটিক অ্যান্ড গুড গভর্নেন্স-এর আহ্বায়ক সোয়ালেহিন করিম চৌধুরী, ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরামের উপদেষ্টা শফিকুল ইসলাম রিবলু, সেক্রেটারি জাকির হোসেন, ফাইট ফর রাইটস-এর সভাপতি মোঃ রায়হান উদ্দিন,ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারি নওশিন মোস্তারি মিয়া সাহেব, রাইটস অব দ্যা পিপলের সভাপতি আসাদুজ্জামান শাফি প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৪৫ বছর পর মানবতা বিরোধী অপরাধের কথা বলে যদি বিচার হতে পারে গুমের প্রকৃত ঘটনার বিচারও একদিন হবে। গুম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মানবতা বিরোধী অপরাধ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী ইকবাল হোসাইন, মির্জা সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ শামসুল ইসলাম কবির, সায়েম আহমদ, আকবর হোসাইন, আলিম উদ্দিন, তোফায়েল আহমদ, আবদুন নূর, রেজাউল ইসলাম, মো: আবদুল খালিক, আলতাবুর রহমান, মো: শাহাব উদ্দিন, রায়হান আহমদ, মো: ফজল আহমদ, মো: শরিফ আহমেদ, রফিক আহমদ, এম,আশরাফ উদ্দিন, মো: কামরুল ইসলাম ভুঞা, ফখরুল মিয়া, মো: আলম আহমদ, হুমায়ুন আহমদ,জামিল উদ্দিন,মনিরুজ্জামান খান, মো:ছাদ মিয়া,সায়েম আহমদ, অলিউর রহমান, মো: শাহজাহান আহমদ, মো:জাকিরুল ইসলাম, মো: আনোয়ার হোসেন কয়সর আহমদ, হাবিবুর রহমান, মামুন
আহমদ ও মো: হেলাল উদ্দিন প্রমূখ।