রাইজিংসিলেট- হবিগঞ্জে ঘুমিয়ে থাকা দম্পতির পাশ থেকে সন্তান চুরি। হবিগঞ্জে একটি ছাপড়া ঘরে ঘুমিয়ে থাকা বাবা-মায়ের পাশ থেকে তাদের ২১ দিন বয়সী কন্যা সন্তান চুরি হয়ে গেছে। শিশুটির বাবা জেলা শহরের হরিপুর এলাকার বাসিন্দা বাবুল মিয়া এ বিষয়ে রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এরপর চুরি যাওয়া নবজাতক উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে বলে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক জানিয়েছেন।
নবজাতকের নাম নুসরাত জাহান ফাতেমা। বাবুল মিয়া ও লিজা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান সে। একমাত্র মেয়ে হারানোর শোকে তারা এখন পাগলপ্রায়।
অভিযোগ থেকে জানা যায়, ওই দম্পতি গত শনিবার দিবাগত রাত ২টার দিকে আড়াই বছর বয়সী ছেলে রবিউল মিয়া ও একুশ দিনের ফারজানাকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন। মা রবিবার ভোর ৪টার দিকে মেয়েকে দুধ খাওয়ানোর জন্য ওঠে দেখেন সে খাটে নেই এবং ছাপড়া ঘরের জানালা খোলা।
এরপর থেকে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পাওয়ায় তারা পুলিশের শরণাপন্ন হয়েছেন।
এদিকে, রাতে অভিযোগ পাওয়ার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
বাবুল মিয়া জানান, নবজাতক সন্তানকে হারিয়ে তিনি ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।
এলাকার বাসিন্দা রিকশাচালক নিয়ামত উল্ল্যা জানান, হরিপুর এলাকায় প্রায়ই বিভিন্ন বাসায় চুরির ঘটনা ঘটে। কিন্তু শিশু চুরি হওয়ার ঘটনা এর আগে ঘটেনি। ঘরের জানালা খুলে নবজাতক চুরির হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।