ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞাপন দিয়ে যৌন উত্তেজক কফি চাসহ ৪ কারবারি গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

সোমবার (১৮ সেপ্টেম্বর) হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে যৌন উত্তেজক কফি ও চা বিক্রয়কারী একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (উত্তরা) বিভাগ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ ব্যাপারে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গোয়েন্দা (উত্তরা) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে হাজারীবাগ থানা এলাকার একটি ফ্লাটে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ভেজাল কফি, চা বিক্রয় ও সরবরাহকারী সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ প্যাকেট ভেজাল কফি, ২০ কেজি ভেজাল কফির গুড়া, ২০ কেজি ভেজাল চায়ের গুড়া, ১টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ স্টিকার জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. রাতুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম ওরফে রায়হান, মো. আরাফাত হোসেন সাব্বির ও মো. আল-আমিন ইসলাম।

অপরাধের কৌশল সম্পর্কে ডিবি প্রধান বলেন, গ্রেপ্তাররা কফি ও চায়ের মধ্যে যৌন উত্তেজক ট্যাবলেটের গুড়ো মিশিয়ে প্যাকেটজাত করে কোরিয়ান প্রোডাক্ট হিসেবে বিভিন্ন ধরণের স্টিকার লাগিয়ে বিক্রি করে। এছাড়াও ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে অনলাইনে অর্ডার নিয়ে পাঠাও সার্ভিসের মাধ্যমে সরবরাহ করতো। চক্রটি কোরিয়ান জিনসেং কফি/চা হিসেবে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব কফি ও চা পান করে মানুষ রোগাক্রান্ত হচ্ছে।

হাজারীবাগ থানায় চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয় বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।