ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অবশ্যই বিশ্বকাপে ভালো খেলা দেখাতে পারব আমরা- প্রধানমন্ত্রী

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ভারতে অবস্থান করছে। ইতোমধ্যে তারা প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে। এমন জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে বার্তা পেয়েছেন সাকিব-তামিমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব-তামিমদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবেই নিজেদের সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে সেটাই আমি চাই।

শনিবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। সরকারপ্রধান বলেন, আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। সেদিকে আমার সবসময় দৃষ্টি থাকে। আমি তাদের সবরকম সহযোগিতা করে রাখি। সবশেষ প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকাপে আমরা খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবচেয়ে ভালো। ভালো খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি সবসময় আশাবাদী।

২৪৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।