ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে আসছেন রোনালদিনহো- দেখা করবেন জামাল ভূঁইয়ার সাথে

rising sylhet
rising sylhet
অক্টোবর ১২, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশে এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একদিন সফর শেষে ফিরে যান কলকাতায়। বিমানবন্দরে মার্টিনেজকে দেখে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু শেষ পর্যন্ত মার্টিনেজের সঙ্গে দেখা হয়নি জামালের। তবে, জামাল ভূঁইয়া এবার দেখা পেতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি, বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহোর।

মার্টিনেজকে কলকাতায় ও বাংলাদেশ সফরে আনা শতদ্রু দত্ত এবার কলকাতা ও বাংলাদেশ সফরে আনছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে রোনালদিনহোর সাক্ষাতের ব্যবস্থা করবেন তারা। সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে রোনালদিনহোর। সেদিন নানা কর্মসূচির মধ্যে জামাল ভূঁইয়ার সঙ্গেও দেখা করার কথা রয়েছে এই কিংবদন্তি ফুটবলারের।

২৫২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।