আজ টাইগারদের নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পালা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।
২২১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।