আফগানিস্তান বিশ্বকাপে অঘটনের জন্ম দিল । এর শিকার আর কেউ নয়, বরং খোদ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
যাদের কাছে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ, সেই তাদেরই গুঁড়িয়ে আফগানরা জানাল তারাও লড়াই করতে এসেছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৬৯ রানে হারায় আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮৪ রানের সংগ্রহ তোলে তারা। জবাবে রশিদ-মুজিবদের স্পিন জালে আটকা পড়ে ২১৫ রানেই গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
২০২ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।