সবশেষ মঙ্গলবার রাতে নাসিওনাল ডি লিমা স্টেডিয়ামে লিওনেল মেসির জোড়া গোলে স্বাগতিক পেরুকে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা। এতে একটি রেকর্ড গড়েন মেসি।
সদ্যই ইনজুরি সারিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। কোচ স্কালোনি শিষ্যের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘তাকে দেখে মনেই হয়নি, সে ইনজুরিতে পড়েছিল। এটা সত্য যে, তার সতীর্থরা তাকে খুব ভালো মতো বুঝে। আশা করি যতদিন পারে, সে খেলা চালিয়ে যাবে। সবাই তাকে মাঠে দেখতে পছন্দ করে।
লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৪ ম্যাচে ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ৭। সমান পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। গোল পার্থক্যে এগিয়ে উরুগুয়ে। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৭ই নভেম্বর ভোরে উরুগুয়েকে আতিথ্য দেয়ার পর ২২শে নভেম্বর ব্রাজিলের মাঠে খেলতে নামবে লিওনেল স্কালোনির দল।
প্রতিপক্ষের মাঠে ৩২তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেসের অ্যাসিস্টে গোলটি করেন লিওনেল মেসি। এই গোলের মধ্য দিয়ে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজকে টপকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি (৩০)। এরপর ৪২তম মিনিটে স্কোরলাইন ২-০ করে বাছাইয়ে ৩১তম গোলের দেখা পান আর্জেন্টিনা অধিনায়ক। মেসির এই গোলে অ্যাসিস্ট করেন চেলসি তারকা এনজো ফার্নান্দেজ।