ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাবরের আজমের গোপন চ্যাট ফাঁস, ব্যাপক সমালোচনা

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩০, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বিশ্বকাপ মিশনের শুরুটা দারুণ ছিল পাকিস্তানের। টানা দুই জয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। তবে তারপরই ঘটে ছন্দপতন। একটানা চার ম্যাচ পরাজয়। যেখানে আছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও। চার ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্টটের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে বাবার আজমরা।

ব্যাটে-বলে পাকিস্তানের ক্রিকেটারদের পারফরম্যান্স একেবারেই মলিন বলা যায়। দুই একজন ছাড়া রান পাচ্ছে না ব্যাটাররা। বল হাতেও নেই সফলতা। অধিনায়ক বাবর আজম ছয় ম্যাচে করেছেন ২০৭ রান। তার সহজাত ব্যাটিং পারফরম্যান্স না হওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে তাকে।

দল ও নিজের এমন পারফরম্যান্সে হতাশ বাবর, তার মধ্যে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তার। বিশ্বকাপে দল খারাপ খেলায় পাক টিমের সঙ্গে সঙ্গে নাকি জাকা আশরাফ যোগাযোগ করছেন না।

এমনটাই দাবি করছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ। লতিফের এমন মন্তব্যের পর সমালোচনা শুরু হলে তার জবাব দেন জাকা আশরাফ।

ওই মন্তব্যের জবাব দিতে গিয়েই বাবরের গোপন চ্যাট ফাঁস করেছেন তিনি, যা আবার টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

লতিফের অভিযোগ ভুল প্রমাণ করার উদ্দেশে সম্প্রতি স্থানীয় এক টেলিভিশনকে সাক্ষাৎকার দেন আশরাফ। সাক্ষাৎকার দেয়ার সময় পিসিবি সভাপতি বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি বাবরের কল ধরিনি। সত্যি হচ্ছে বাবর আমাকে কখনো কল দেয়নি। আশা করা হচ্ছে অধিনায়কের সঙ্গে কথা বলবেন চিফ অপারেটিং অফিসার বা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক।’

ওই সময় পিসিবি প্রধান বাবরের সঙ্গে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করেন। টিভি চ্যানেলের হোস্টকে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নিজের দাবিকে প্রমাণ করার চেষ্টা করেন। স্ক্রিনশটে দেখা যায় আশরাফ যা বলেছেন তা সত্য। বাবর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

বাবরের কথোপকথনের স্ক্রিনশটটি হচ্ছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের। পাকিস্তানের অধিনায়কের কাছে নাসির জানতে চেয়েছিলেন, ‘বাবর, টিভি এবং সামাজিক মাধ্যমে এমন খবরও প্রচারিত হচ্ছে যে সভাপতিকে তুমি ফোন করার পরও নাকি কোনো উত্তর পাচ্ছ না। আসলে কি তাকে সম্প্রতি ফোন করেছ? এর জবাবে বাবর বলেছেন, ‘সালাম সালমান ভাই, স্যারকে আমি কোনো ফোন করিনি।’

ওই অভিযোগ ভুল প্রমাণ হলেও বাবরের ব্যক্তিগত চ্যাট কীভাবে জনসমক্ষে প্রকাশ করা যায় তা নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। যখন স্ক্রিনশটটি লাইভ অনুষ্ঠানে প্রচার করা হয় তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী জানতে চেয়েছিলেন বাবর বার্তাটি সম্প্রচার করার অনুমতি দিয়েছিল কি না। হোস্ট ওয়াসিম বাদামি উত্তর দিতে পারেননি। তবে সমালোচনা বাড়তে থাকায় এক ভিডিওতে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন তিনি।

২৩৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।