ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ দেশের পাঠকনন্দিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪ তম বর্ষপূর্তি এবং ২৫ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪.৩০ মিনিটের সময় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের চেয়ারম্যান মার্কেটে কেক কাটার মাধ্যমে পালিত হয় এ বর্ষপূর্তি।
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তাজিদুল ইসলাম ও ছাতক উপজেলা প্রতিনিধি ফজল উদ্দিনের যৌত উদ্যোগে অনুষ্টিত বর্ষপূর্তি অনুষ্টানে উপস্থিত ছিলেন,জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা ছাতক প্রতিনিধি ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, জাতীয় দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ আক্তারুজ্জামান, জাতীয় দৈনিক ইনক্লাব ও শ্যামল সিলেট পত্রিকার ছাতক প্রতিনিধি,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক একাত্তরের কথা পত্রিকার ছাতক প্রতিনিধি ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিউর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও সিলেট তথ্যানুসন্ধানের নির্বাহী সম্পাদক এম এইচ খালেদ মিয়া, অনলাই প্রেসক্লাবের সদস্য সিলেট তথ্যানুসন্ধানের রিপোর্টার পাপলু মিয়া, উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নাজিম উদ্দীন তালুকদার, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, মাও আইন উদ্দিন, উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, মেহেদী হাসান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।