ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে বসে গুজব ছড়াচ্ছে যারা, তাদের চিহ্নিত করা হয়েছে

rising sylhet
rising sylhet
নভেম্বর ২১, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। নির্বাচন নিয়ে অনেক গুজব ছড়ানোর চেষ্টা হবে জানিয়ে তিনি বলেন, কেউ যাতে অপপ্রচার ছড়াতে না পারে- সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে অনেকে গুজব ছড়াচ্ছে…। সজীব ওয়াজেদ জয়কে নিয়েও গুজব ছড়ানো হয়েছে যে, তিনি আমেরিকায় নেই। যারা বিদেশে বসে গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা হয়েছে। সেই দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ড. হাছান মাহমুদ বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে এই গুজব ছড়ানোর জন্য বিএনপি-জামায়াত তাদের (গুজব সৃষ্টিকারীদের) নিয়মিত পয়সা দেয়। এগুলো তাদের এজেন্ট। আবার পয়সা না দেওয়া ও কম দেওয়ার প্রেক্ষাপটে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, সেটার অডিও ভাইরাল হয়েছে।

গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের বিষয়ে নোটিফাই করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে কয়েক জায়গায় মামলাও হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী মামলা করতে আমাদের দলের নেতাদের বলা হয়েছে।

১৮৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।