ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃছাতকে ৫ম শ্রেনীর কৃতি শিক্ষার্থীদের বিদায়ী সংবধনা ও জ্যামিতি বিতরন অনুষ্টিত।
ছাতকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী ৪৭ নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর (পি.এস.সি) শিক্ষার্থীদের বিদায়ী সংবধনা ও কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে জ্যামিতি (বসক) বিতরন করা হয়েছে।
গত বৃহস্পতিবার(৩০ নভেম্বর) বিকালে ৪৭ নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল মিলনায়তনে বিদায় সংবর্ধনা ও জ্যামিতি (বকস) বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালেশিয়া প্রবাসী হাজী আব্দুল আউয়াল। অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন,ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পরিচালনা কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন রনি,প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলাম,সহকারি শিক্ষিকা সুমারানী দত্ত,সৈয়দা ফাতেমা বেগম,মহোনারা বেগম,ইউপি সদস্য সাজল আহমদ,সাবেক সভাপতি নিয়ামত আলী,সিরাজুল ইসলাম,আব্দুল হেকিম,সাবেক ছাত্র আফরোজ আলী,কৃতি ছাত্র তাহসিন আব্দুল্লাহ নাঈম ছাত্রী সাঈদা বেগম প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াত করেন হালিমা বেগম। বিদায়ী সংবধনা শেষে প্রবাসীর নিজস্ব ফান্ড থেকে উপহার ৫৬টি জ্যামিতি কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরন করা হয়েছে। শেষে ছাত্র শিক্ষক পরিচালনা কমিটির সবাই মিলে এক সঙ্গে খারাব খেয়েছেন। বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা ছুটি সময় শিক্ষক-শিক্ষিকার পা ছুয়ে সালাম কওে বিদায় নেন।