রাইজিংসিলেট- হবিগঞ্জে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৯০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জয় পাল বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করে এসব মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দুপুরে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির মানববন্ধনে ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন গুলিবিদ্ধ ও ৫০ জন আহত হয়েছে।
এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। সংঘর্ষে আহত মাইটিভির সাংবাদিক নিরঞ্জন গোস্বামী শুভকে ঢাকায় পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।