ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুরু হয়েছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ।

ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রোববার দুপুরে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ।ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অভিষেক দাশের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, সদস্য আবুল হাসেম, আমজাদ হোসেন বিপ্লব, তৌহিদুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম ও সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিপন প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ফেনী জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৭টি করে ১৪টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় সোনাগাজী ও সদর উপজেলা দল মুখোমুখি হয়।

১৯৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।