ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলার অপেক্ষায় থাকা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। তবে দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। সোমবার (০১ জানুয়ারি) সিডনিতে সংবাদ সম্মেলনে তিনি অবসরের ঘোষণা দেন। তবে বোর্ড চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বলেও জানান এই তারকা ক্রিকেটার।

নিজের অবসরের ঘোষণা দিয়ে ওয়ার্নার বলেন, ‘আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। এর মধ্যে আমি ভারতের মাটিতে বিশ্বকাপ জিতলাম, যেটা অনেক বড় অর্জন। আজ আমি দুটি সংস্করণ থেকেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। সামনের দুই বছর যদি ভালো ছন্দে থাকি এবং দলের কাউকে দরকার হয় তাহলে আমি থাকব।’

ওয়ার্নার যদি শেষ পর্যন্ত ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি না খেলেন তাহলে ওয়ানডেতে তার শেষ ম্যাচ হয়ে থাকবে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। যেখানে স্বাগতিক ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পান ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৬১টি ওয়ানডে খেলেছেন ওয়ার্নার, যেখানে ৪৫.৩০ গড়ে রান করেছে ৬৯৩২ রান।  রানের দিক থেকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। উল্লেখ্য, বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

১৯৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।