
রাইজিংসিলেট- হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এতে ৭ ঈগল সমর্থক আহত হয়েছেন বলে জানা যায়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগলের প্রচারণা সমাবেশ শেষে বাড়ির ফেরার পথে নৌকার সমর্থকরা অতর্কিতে হামলা চালায় সুমনের সমর্থকদের উপর। এ সময় ঈগলের সমর্থকদের প্রচারণা গাড়ি রেখে চলে যেতে বলা হয়। ঈগল সমর্থকরা কথা মতো গাড়ি ছেড়ে না যাওয়ায়, নৌকা সমর্থকরা ঈগলের সমর্থকদের পিটিয়ে আহত করে।
এর আগে নির্বাচনী লিফলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও জয়বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান ব্যবহারের অভিযোগে হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি।
চুনারুঘাট-মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন ব্যারিস্টার সুমন। তার প্রতীক ঈগল। এই আসনে নৌকার প্রার্থী হিসেবে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।