ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে এক আমেরিকা প্রবাসীর জায়গা সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে প্রবাস থেকে ছাতক থানাধিন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগি ওই প্রবাসী। এর প্রেক্ষিতে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের মৃত কাজী ওয়ারিদ আলী তিনপুত্র ও চার কন্যা সন্তান রেখে মারা যান। তার দুই পুত্র কাজী আনোয়ারুল ইসলাম ও কাজী মমিনুল ইসলাম স্ব পরিবারে আমেরিকায় বসবাস করে আসছেন। দেশের বাড়িতে তাদের জায়গা সম্পতি দেখার কেউ না থাকার এ সুযোগে অপর ভাই প্রবাসি কাজী কবিরুল ইসলাম দেশে এসে ভাই-বোনদের জায়গা সম্পত্তি জোর পূর্বক একাই দখলের চেষ্টা করছেন। বিষয়টি পারিবারিক ভাবে একাধিকবার আলোচনার পরও সুরাহা হয়নি। বর্তমানে তাদের জায়গায় পাকা স্থাপনা তৈরি করছেন বড় ভাই কবিরুল।
এ ঘটনায় গেল বছরের ৩১ডিসেম্বর আমেরিকা প্রবাসী কাজী মমিনুল ইসলাম বাদী হয়ে কবিরুল ইসলামকে প্রধান আসামী করে ছাতক থানাধিন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরাবরে ইমেইলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন। জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।