ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান-নেপালের রাষ্ট্রদূত

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি বলেছেন, সিলেট বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও সিলেটের ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়া আমাদের দুই দেশের পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার মান প্রায় একইরকম। এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে।

রাষ্ট্রদূতের সঙ্গে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, আমাদের দুই দেশের পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার মান প্রায় একইরকম। এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। আমাদের নেপাল একটি স্থলবেষ্টিত দেশ। বাংলাদেশ নেপালকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা প্রদান করে। এজন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

এসময় তিনি জানান, ইতোপূর্বে বাংলাদেশ নেপাল থেকে সুতা আমদানি করতো, কিন্তু সরকারী নিষেধাজ্ঞার কারণে বিগত বেশ কিছু দিন নেপাল থেকে সুতা রপ্তানী বন্ধ ছিল। আগামী ডিসেম্বর থেকে সুতা রপ্তানী পুণরায় চালু হবে।

সভায় বাংলাদেশ ও নেপালের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. ইকবাল, লিডিং ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. বশির আহমদ ভূঁইয়া, নর্থ-ইস্ট ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের এসিসটেন্ট প্রফেসর ড. শামীম আল আজিজ লেলিন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন নেপাল এম্বেসীর সেকেন্ড সেক্রেটারী ইয়োজনা বামজান সিলেট চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, নবনির্বাচিত পরিচালক আরিফ হোসেন।

এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।