ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাঠেই নামেননি লিওনেল মেসি,জয়ের মুখ দেখল মায়ামি

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আগের ম্যাচের অল্প সময়ের জন্য খেললেও আজ মাঠেই নামেননি লিওনেল মেসি। তবে তাতে জয় পেতে খুব একটা কষ্ট হয়নি মায়ামির। হংকং স্টেডিয়ামে ম্যাচের ৪০তম মিনিটে রবার্ট টেলরের অসাধারণ গোলে এগিয়ে যায় তারা। ডানপ্রান্ত থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান টেলর। তিন মিনিটের ভেতরই অবশ্য সেই গোল শোধ দেয় হেনরি আনিয়ের।

প্রাক মৌসুম প্রস্তুতি ড্র দিয়ে শুরু করার পর হেরেই চলছিল ইন্টার মায়ামি। এর ওপর সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের কাছে হজম করে ৬ গোল।

সেই ধাক্কা কাটিয়ে হংকংয়ে গিয়ে জয়ের মুখ দেখল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। হংকং একাদশকে ৪-১ গোলে হারায় তারা।

সমতায় থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে দাপট দেখায় মায়ামি। ৫০তম মিনিটে লসন সাদারল্যান্ডের গোলে এগিয়ে যায় তারা। ছয় মিনিট পর ব্যবধান বাড়ান লিওনার্দো কাম্পানা। ৮৫তম মিনিটে চতুর্থ গোলটি করেন রায়ান সেইলর।

মৌসুম শুরুর আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মায়ামি। আগামী ৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ জাপানিজ ক্লাব ভিসেল কোবে। এরপর ১৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে মেসির শৈশবের ক্লাব নিউওয়েল’স ওল্ড বয়েজের মুখোমুখি হবে তারা।

বেশ উন্মাদনা নিয়ে মাঠে এলেও মেসির খেলা দেখতে না পেয়ে হতাশায় মাঠ ছাড়তে হয়েছে দর্শকদের। যদিও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি মেসি।

২১৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।