ক্রিস গেইলের রেকর্ড টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের কীর্তি গড়েছেন পাকিস্তানি এই তারকা।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমেছেন পেশাওয়ার জালমির অধিনায়ক বাবর আজম। এদিন তিনি গড়েছেন দারুণ এক রেকর্ড।
বিশ্বের ১৩তম ও পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেছেন বাবর। এই তালিকায় ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে আছেন গেইল। ১৩ হাজার ১৫৯ রান নিয়ে দুইয়ে পাকিস্তানের শোয়েব মালিক।
ম্যাচটিতে আজ দারুণ এক ইনিংস খেলেন বাবর। ৫১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৭২ রান করেন তিনি। আর এই ম্যাচেই গড়েন দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড। ২৭১ ইনিংসে তিনি এই রেকর্ড নিজের করেন। দুইয়ে থাকা গেইল ২৮৫ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান।
১৮৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।