ঢাকাশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ।

চীনে ম্যাচ দুটি হওয়ার কথা থাকলেও সেটি এখন হবে যুক্তরাষ্ট্রে। আর এ ম্যাচ দুটি মেসিরা খেলবেন আফ্রিকার দেশ নাইজেরিয়া এবং মধ্য আমেরিকার এল সালভাদরের বিপক্ষে।

আগামী মার্চে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বদলে গেছে ভেন্যু।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আসন্ন দুটি প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২২ মার্চ এল সালভাদর এবং ২৬ মার্চ নাইজেরিয়ার মোকাবিলা করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথম ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে এবং পরের ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জলসের কলিসিও স্টেডিয়াম।

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর বসবে। তার আগে ইউরোপীয় দুই পরাশক্তির সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ থাকায় কোনো দলের ফাঁকা সূচি পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত আফ্রিকার নেশন্স কাপ খেলা অন্যতম বড় দুই দলের সঙ্গে তারা প্রীতি ম্যাচ ঠিক করে।

১৬২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।