তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সিলেটে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় শ্রীলঙ্কা ক্রিকেট দল । এ ধাপে সব মিলিয়ে কোচিং স্টাফ, ক্রিকেটার মিলিয়ে ২৭ জন এসেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে এক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লঙ্কানদের বিমান। সেখান থেকে কিছু সময়ের জন্য হোটেলে উঠেছে তারা।
বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা ক্রিকেট দল চলে যায় হোটেল। আগামীকাল বিশ্রামে থাকবে দলটি। এর পরের দুই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে আগামী ৪ মার্চ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ।
সিলেটে টি-টোয়েন্টি শেষে আগমী ১৩, ১৫ ও ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সিলেটে ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এই সফরে দুজন অধিনায়ককে সঙ্গে নিয়ে এসেছে শ্রীলঙ্কা। সফরের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন চরিত আসালাঙ্কা। পরের ম্যাচগুলোয় নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা দায়িত্ব নেবেন। নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচ খেলতে পারবেন না হাসারাঙ্গা।