ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের ফাইনাল ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন

rising sylhet
rising sylhet
মার্চ ১, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- রাজধানীর ব্যস্ততম এলাকা বেইলি রোড এখন শোকে স্তব্ধ। বহুতল ভবনে আগুনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ জন। এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ।

বেইলি রোডের এমন মর্মান্তিক ঘটনার দিনেই মাঠে গড়াচ্ছে বিপিএলের ফাইনাল। দশম আসরের ফাইনালে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল। ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবে পুরো স্টেডিয়াম।

এই ঘটনায় নিহতদের জন্য শোক জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ একাধিক ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লাগা ভবনটির একটি ছবি শেয়ার করেছেন মুশফিক। একই সঙ্গে লিখেছেন, আসসালামু আলাইকুম এবং জুমা মোবারক আপনাদের সবাইকে। আসুন আমরা তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি, যারা গতকাল দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের সময় প্রাণ হারিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

সাবেক অধিনায়ক তামিম লিখেছেন, বেইলি রোডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বদলানো উচিত, নয়তো কোনো কিছু পরিবর্তন হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের রেস্তোরাঁটিতে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

১৬১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।