করাঙ্গী নদী দিয়ে ভেসে এসেছে অজ্ঞাত যুবক (৩২) এর বস্তাবন্দি মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব।
তিনি জানান, করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের নামক স্থানে বস্তাবন্দি একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যাকান্ডের পর মরদেহটি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২ মার্চ) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।