ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে গুড নেইবারস এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

rising sylhet
rising sylhet
মার্চ ১০, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি: “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার যাএাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আজ রবিবার গুড নেইবারস এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। গুডনেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপি ম্যানেজার রোমিও রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক জেবুন্নেছা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: রোকন উল ইসলাম,যাএাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো : আব্দুল গফুর, বিশ্বাস সাব অফ হেড ডব্লিউ এফ পি রংপুর বিভাগ,নিশিতা আক্তার নাজমা সভাপতি যাএাপুর গুডনেইবারস্ মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ,গুডনেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রাম অফিসার সিডিপি প্রোগ্রাম বাবু মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনায় দায়িত্বে ছিলেন গুডনেইবারস্ বাংলাদেশ এর হেল্থ অফিসার মনিরা আক্তার ও ফেন্সি বেগম ফিল্ড ফেসিলেটর ডব্লিউ এফ পি।

এ সময় প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক জেবুন্নছা নারীর সমঅধিকারের বিভিন্ন গঠনমুলক আলোচনা করেন। অন্যান্য বক্তারা জানান বর্তমান সমাজে নারীরা প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলছে। আলোচনা শেষে ডব্লিউ এফপির পক্ষ থেকে ৯ জন নারীকে অ্যাওয়ার্ড প্রদান ও সমবায় সমিতি এবং কমিউনিটি হেল্থ ক্ষেত্রে অবদান রাখায় ৪ জন নারীকে গুডনেইবারস্ পক্ষ থেকে সাহসিকতা সনদ প্রদান করা হয়।

১৫৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।