ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাতে উপচেপড়া ভিড়

rising sylhet
rising sylhet
এপ্রিল ৫, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাপ্তাহিক ছুটি আর এতে রাজধানীর মিরপুরের ফুটপাতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর অন্যতম জনবহুল এলাকা মিরপুরের-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের ফুটপাত বাজার, মিরপুর-১ নম্বর গোলচত্বর ও মিরপুর-২ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিরপুরের ফুটপাতে দোকানগুলোতে পরিধেয় পণ্যের সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মূলত কম আয়ের মানুষের ঈদ কেনাকাটাকে সামনে করে এসব দোকানকে সাজিয়েছে।

মানুষ কিনবে এমন সব পণ্যই এসব দোকানে মিলছে। লোকে লোকারণ্য ফুটপাত।  

সরেজমিনে গিয়ে দেখা গেল, যারা ফুটপাতে বাজার করতে এসেছেন সকলেই কিছু না কিছু কিনছেন। কেউ একাধিক পণ্য কিনছে। একাধিক দোকান ঘুরে যাচাই-বাছাই করে দরদাম করে কিনছেন।  এসব ক্রেতাদের দুই-তৃতীয়াংশ তুলনামূলক কম আয়ের শ্রমজীবী নারী-পুরুষ। ক্রেতাদের মধ্যে রয়েছেন ছাত্র-ছাত্রী, গৃহবধূ, বাড়ির কর্তা ব্যক্তিও।

আর দোকানগুলোতে তুলনা বেশি দামের পণ্যের দোকানও রয়েছে। এ ধরনের বড় বাজারটি রয়েছে মিরপুর-১ এর সিনেমা হল মার্কেটের আশপাশের মার্কেটগুলোতে। এখানকার আড়ংয়ের দোকানে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। এসব দোকানে কেনাকাটা করে বাসায় ফেরার সময় অনেকে ফুটপাত থেকেও কিনছেন।

আমিরুল ইসলাম স্ত্রী ও সাত-আট বছরের এক ছেলেকে নিয়ে কেনাকাটা করছেন। বললেন, ঈদে আমার ১০-১২ জনের জন্য কিনতে হয়। এই বাজারেই সুবিধা হয়। আজ তিনটায় ছুটি হয়েছে, আজকেই ঈদ মার্কেটিং শেষ করব। ছুটি হলেই বাড়ি রওনা দেব।

কথা হয় মিরপুর-১০ এর পানির ট্যাঙ্কি ফুটপাতে বাজার করতে আসা আসমা খাতুনের সঙ্গে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাবা-মাসহ অন্যান্য পরিবারের সবার জন্য কাপড়, চুড়ি ও প্রসাধনী সামগ্রী কিনেছেন। পাশের ফুটপাতের থান কাপড়ের দোকান থেকে কাপড় কেনার জন্য ঘুরে ঘুরে পছন্দ করছেন।

আসমা বলেন, এখানে যেমন হরেক রকমের কাপড় পাওয়া যায়, আবার দামও একটু সাশ্রয়ী। আজকে ছুটির দিনে বাজার করতে আসব বলে ঠিক করে রেখেছিলাম, আজ এলাম। ভালোই লাগছে।

এদিকে ঈদের বিক্রিতে দোকানদারদের অধিকাংশ খুশি। মিরপুর-১০ এর  বিক্রেতা আমজাদ হোসেন বলেন, বিক্রি ভালো হচ্ছে ইনশাআল্লাহ। এবার ঈদের আগে চাকরিজীবীরা বেতন, বোনাস দুইটাই পেয়েছেন। মানুষের হাতে টাকা আছে, কেনাকাটায়  এর প্রভাব পড়ছে। তবে এখনো বিক্রি হওয়ার সময় আছে, বাকি কদিনে দেখা যাক কি হয়।

১৪৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।