ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস লিগে হামলার হুমকি আইএসের

rising sylhet
rising sylhet
এপ্রিল ৯, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়নস লিগে হামলার হুমকি আইএসের।

চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তিন শহরে।

আর এই তিন শহরেই হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। আল আজাইম ফাউন্ডেশনের মাধ্যমে একটি পোস্টার ছড়িয়েছে তারা।

কাল প্যারিসে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি এবং মাদ্রিদে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে আতলেতিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ ও কাল মিলিয়ে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। প্রথম লিগে আজ লন্ডনে আর্সেনালের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ এবং মাদ্রিদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ।

যেখানে তিন শহরের চারটি স্টেডিয়ামের নামসহ বন্দুকধারী এক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লেখা হয়েছে তাদের সবাইকে মেরে ফেল (কিল দেম অল)।

তবে হুমকি থাকা সত্ত্বেও ম্যাচগুলো আয়োজিত হবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

সন্ত্রাসী হামলার হুমকিতে উদ্বিগ্ন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে আশা করছেন বিপজ্জনক কিছু হবে না। তিনি বলেন, ‘সন্ত্রাসী হামলার হুমকিতে কে চিন্তিত বা উদ্বিগ্ন হয় না? আশা করছি, আমরা তা নিয়ন্ত্রণ করতে পারব এবং এটা কেবলই হুমকি হয়ে থাকবে, কোনোকিছু হবে না।

এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘এই সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকির ব্যাপারে উয়েফা অবগত এবং সংশ্লিষ্ট ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সবগুলো ম্যাচ নির্ধারিত সময়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ‘

আইএসের হুমকির কারণে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দামানা। তিনি বলেন, ‘পুলিশের সঙ্গে আজ সকালে কথা বলেছি আমি। তারা নিরাপত্তা ব্যবস্থাকে যথেষ্ট জোরদার করেছে।

চ্যাম্পিয়নস লিগে আজ ও কালকের ম্যাচ
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, রাত ১টা, সান্তিয়াগো বার্নাব্যু।

আর্সেনাল-বায়ার্ন মিউনিখ, রাত ১টা, এমিরেটস স্টেডিয়াম।
পিএসজি-বার্সেলোনা, কাল রাত ১টা, পার্ক দ্য প্রিন্সেস।
আতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড, কাল রাত ১টা, ওয়ান্দা মেত্রোপলিতানো।

১৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।